
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনের লাইনে একটি ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মো. আসলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা শিবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড় থেকে পার্বতীপুর এর উদ্দেশ্যে রওনা দিলে বিকালে শিবগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করার সময় রেল লাইনের উপরে আসলাম হোসেনের একটি ছাগলের বাচ্চা রেললাইনের উপরে চলে যায়। আর সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে এসময় ট্রেন চলে আসলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও থেকে 







































