
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগ থেকে চর ঘাটিনায় পলি নেট হাউজ নির্মাণ করা হচ্ছে ৷ শীতকালীন বিভিন্ন সবজি ফসল গ্রীষ্মকালে এ হাউজে আবাদ করা যাবে ৷
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প থেকে এর নির্মাণ করা হচ্ছে ৷ শীতকালে আবাদ করা হয় এমন সব সবজি ফসল গ্রীষ্মকালসহ সারা বছরই এ হাউজে চাষ করার লক্ষ্য নিয়ে এ হাউজের নির্মাণ কাজ বেশ এগিয়েছে ৷ এলাকার কৃষক ফজলুল হক এখানে ফসলের আবাদ করবেন৷
সাহারুল হক সাচ্চু 







































