
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার (৩ জুলাই) দেশটির রাজধানীর ‘ফিল্ডস’ নামে এক শপিং মলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির
পুলিশ পরিদর্শক সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, শপিং মলে গুলি চালানোর অভিযোগে ২২ বছর বয়সী এক ডেনিশ যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। ওই যুবক কেন নির্বিচারে গুলি চালাল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গুলির শব্দে শপিং মল থেকে শত শত মানুষ ছুটে বের হয়ে আসেন। এত বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেনমার্ক পুলিশ জানিয়েছে, কোপেনহেগেনের শপিং মলে এ হামলার পর রাজধানী ও পুরো জিল্যান্ড দ্বীপে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হলেও, তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ডেনমার্ক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে।
ডেস্ক রিপোর্ট 







































