মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দোকান থেকে অজগর ছানা উদ্ধার, পরে সুন্দরবনে অবমুক্ত 

মোংলা উপজেলার ৫ নং সুন্দরবন ইউনিয়নে  গোড়া বুরবুড়িয়া এলাকার ফারুক হাওলাদারের দোকান থেকে (৫ জুলাই) বিকালে সাড়ে তিনফুট লম্বা আনুমানিক (এক কেজি) ওজনের অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়।উদ্ধার করে বরইতলা টহল ফাড়ির সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করা হয়,উদ্ধার কাজে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির, বিএম মাসুম বিল্লাহ,
রুবেল,শাহাজাহান,শওকত সহ ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) আলমগীর শিকদার,ছোরাপ হাওলাদার,সিপিজি
কবির মল্লিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।তবে এলাকাবাসী জানান সাপটি দোকানের ভিতরে থাকায় আমরা সব সময় আতঙ্কে ছিলাম খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মুক্তাদির বলেন”সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ সংবাদের ভিত্তিতে গোড়াবুড়বুরিয়ার ফারুক হাওলাদারের দোকান থেকে অজগর উদ্ধার করি উদ্ধার করে আবার বনে অবমুক্ত করি।
জনপ্রিয়

মোংলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা

দোকান থেকে অজগর ছানা উদ্ধার, পরে সুন্দরবনে অবমুক্ত 

প্রকাশের সময় : ১১:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
মোংলা উপজেলার ৫ নং সুন্দরবন ইউনিয়নে  গোড়া বুরবুড়িয়া এলাকার ফারুক হাওলাদারের দোকান থেকে (৫ জুলাই) বিকালে সাড়ে তিনফুট লম্বা আনুমানিক (এক কেজি) ওজনের অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়।উদ্ধার করে বরইতলা টহল ফাড়ির সুন্দরবনের গহীন বনে অবমুক্ত করা হয়,উদ্ধার কাজে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির, বিএম মাসুম বিল্লাহ,
রুবেল,শাহাজাহান,শওকত সহ ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) আলমগীর শিকদার,ছোরাপ হাওলাদার,সিপিজি
কবির মল্লিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।তবে এলাকাবাসী জানান সাপটি দোকানের ভিতরে থাকায় আমরা সব সময় আতঙ্কে ছিলাম খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মুক্তাদির বলেন”সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ সংবাদের ভিত্তিতে গোড়াবুড়বুরিয়ার ফারুক হাওলাদারের দোকান থেকে অজগর উদ্ধার করি উদ্ধার করে আবার বনে অবমুক্ত করি।