মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাশীনাথপুর ভুমি অফিসে দালাল আটক, ১৫ দিনের জেল

বুধবার (১৩ জুলাই)  পাবনায় সাঁথিয়া উপজেলায় কাশীনাথপুর ভুমি অফিসে, মোছাঃ কহিনুর নেছা স্বামী মোঃ  কুতুব আলী  সাং ইদ্রাকপুর কাশিনাথপুর  সাঁথিয়া পাবনা তাহার নিজ জমি নাম জারির জন্য এক  দালালের  নিকট ঘুষ বাবদ (৭০০০)সাত হাজার প্রদান করেন। অনেকদিন জমির নামজারি করে দেওয়ার কথা বলে হয়রানি করে দালাল মোঃ দেলোয়ার মুহুরী (৪২) পিতাঃ মোঃ  আমিন হোসেন মাতা মৃত  রুবিয়া খাতুন গ্রাম কাশিনাথপুর, থানাঃ উপজেলা  সাথিয়া   জেলাঃ পাবনা। দালাল এবং গ্রহিতা দুজনেরই  একই গ্রামের লোক,  তাই বিশ্বাস করে  দালাল  মোঃ দেলোয়ার  মুহুরীকে  দুইটি জমির  নামজারি করার জন্য মোট ১৪০০০ হাজার লাগবে। ভুক্তভুগী  দালাল কে অগ্রিম  (৭০০০) সাত হাজার প্রদান করেন। পরবর্তী কাজ শেষ হলে বাকি টাকা দিয়ে দিবে। অনেকদিন হয়ে যাওয়ার পর  দালালকে মহিলাটি সন্দেহ করে।ভুক্তভুগী সেবা গ্রহীতা মোছাঃ কোহিনুর নেছা সাঁথিয়া উপজেলার   সহকারী কমিশনার( ভূমি) মোঃ মনিরুজ্জামান কে বিষয়টি অবগত করেন ৷ বিষয়টি  সহকারী কমিশনার (ভূমি ) আমলে নিয়ে থাকে। সাথিয়া   উপজেলার সহকারী কমিশনার( ভূম) মনিরুজ্জামান,দালাল মোঃ  দেলোয়ার মুহুরী কে জিজ্ঞাসা করলে বিষয়টি সত্য বলে স্বীকার করে। ১৩/০৭/২০২২ইং  মোবাইল কোটের মাধ্যমে দালাল মোঃ দেলোয়ার মুহুরী কে  জমির নামজারি এবং ঘুষ নেওয়ার অপরাধে  ১৫ দিনের  জন্য জেল হাজতে প্রেরণ করে। এর সাথে নগদ ৭০০০ সাত হাজার টাকা দালাল এর কাছে থেকে ফেরত নিয়ে  উদ্ধারকৃত টাকা  ভুক্ত ভুগী সেবা গ্রহীতা মোছাঃ কহিনুর নেছা কে ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা সুবিধা ভোগী ব্যক্তি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান বলেন জমির খারিজ নামজারি করতে সরকার নির্ধারিত ফ্রী ছাড়া কোনো প্রকার অতিরক্ত  অর্থ লেনদেন করবেন না। আপনি যদি খারিজ করার জন্য  কোনো দালাল কে টাকা দিয়ে থাকেন তাহলে তথ্য  দিয়ে   সহযোগিতা করুন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

কাশীনাথপুর ভুমি অফিসে দালাল আটক, ১৫ দিনের জেল

প্রকাশের সময় : ১১:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
বুধবার (১৩ জুলাই)  পাবনায় সাঁথিয়া উপজেলায় কাশীনাথপুর ভুমি অফিসে, মোছাঃ কহিনুর নেছা স্বামী মোঃ  কুতুব আলী  সাং ইদ্রাকপুর কাশিনাথপুর  সাঁথিয়া পাবনা তাহার নিজ জমি নাম জারির জন্য এক  দালালের  নিকট ঘুষ বাবদ (৭০০০)সাত হাজার প্রদান করেন। অনেকদিন জমির নামজারি করে দেওয়ার কথা বলে হয়রানি করে দালাল মোঃ দেলোয়ার মুহুরী (৪২) পিতাঃ মোঃ  আমিন হোসেন মাতা মৃত  রুবিয়া খাতুন গ্রাম কাশিনাথপুর, থানাঃ উপজেলা  সাথিয়া   জেলাঃ পাবনা। দালাল এবং গ্রহিতা দুজনেরই  একই গ্রামের লোক,  তাই বিশ্বাস করে  দালাল  মোঃ দেলোয়ার  মুহুরীকে  দুইটি জমির  নামজারি করার জন্য মোট ১৪০০০ হাজার লাগবে। ভুক্তভুগী  দালাল কে অগ্রিম  (৭০০০) সাত হাজার প্রদান করেন। পরবর্তী কাজ শেষ হলে বাকি টাকা দিয়ে দিবে। অনেকদিন হয়ে যাওয়ার পর  দালালকে মহিলাটি সন্দেহ করে।ভুক্তভুগী সেবা গ্রহীতা মোছাঃ কোহিনুর নেছা সাঁথিয়া উপজেলার   সহকারী কমিশনার( ভূমি) মোঃ মনিরুজ্জামান কে বিষয়টি অবগত করেন ৷ বিষয়টি  সহকারী কমিশনার (ভূমি ) আমলে নিয়ে থাকে। সাথিয়া   উপজেলার সহকারী কমিশনার( ভূম) মনিরুজ্জামান,দালাল মোঃ  দেলোয়ার মুহুরী কে জিজ্ঞাসা করলে বিষয়টি সত্য বলে স্বীকার করে। ১৩/০৭/২০২২ইং  মোবাইল কোটের মাধ্যমে দালাল মোঃ দেলোয়ার মুহুরী কে  জমির নামজারি এবং ঘুষ নেওয়ার অপরাধে  ১৫ দিনের  জন্য জেল হাজতে প্রেরণ করে। এর সাথে নগদ ৭০০০ সাত হাজার টাকা দালাল এর কাছে থেকে ফেরত নিয়ে  উদ্ধারকৃত টাকা  ভুক্ত ভুগী সেবা গ্রহীতা মোছাঃ কহিনুর নেছা কে ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা সুবিধা ভোগী ব্যক্তি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। সাঁথিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান বলেন জমির খারিজ নামজারি করতে সরকার নির্ধারিত ফ্রী ছাড়া কোনো প্রকার অতিরক্ত  অর্থ লেনদেন করবেন না। আপনি যদি খারিজ করার জন্য  কোনো দালাল কে টাকা দিয়ে থাকেন তাহলে তথ্য  দিয়ে   সহযোগিতা করুন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।