
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রংপুর, দিনাজপুর, নীলফামারী জেলাসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থা থাকবে আরো দুয়েকদিন। বৃষ্টি হতে পারে শনিবার নাগাদ।
তাপমাত্রা যতোটা না বাড়ছে তার চেয়ে গরমের অনুভুতি অনেক বেশি। কোথাও কোথাও তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভুত হচ্ছে এর ১০ ডিগ্রিরও বেশি।
মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় না হওয়ায় জুলাইয়ের এ সময়টা থাকছে বৃষ্টিহীন। এছাড়া বাতাসে জলীয় বাস্পের চেয়ে বেশি থাকায় গরম লাগছে বেশি।
সুর্যের প্রখর তাপে সমুদ্র সমতলে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে আর এ সময় মৌসুমি বায়ুও আসে দক্ষিণ থেকেই। এ কারণেই সমুদ্রপৃষ্ঠ বেয়ে আসা হাওয়ায় গরমে এই অসহনীয় অবস্থা।
এদিকে আগামী শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তারপর কিছুটা কমবে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকালে পযাপ্ত বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় প্রচুর ঘাম হচ্ছে। এতে অনেকেই জ্বর সর্দি ও কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও 







































