
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র করাবন্দি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমদ।
সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলীমুল মুত্তাকী পলাশ, উপ-দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন, ইটনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক নেতা মিজানুর রহমান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গ্রেফতার প্রতিবাদে তৎকালীন সময়ে কিশোরগঞ্জে হওয়া একমাত্র প্রতিবাদ মিছিলের স্মৃতিচারণ করে দেশ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সর্তক থাকার জন্য নেতা-কর্মীদের আহবান জানান। একই সাথে অতীতের মতো করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন ও শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন আগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ ভূঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনাস খান, এ্যাডভোকেট জাকির হোসেন অভি, সজীব ভূঁইয়া, এস. স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আহমেদ টিটুল, মূসা আরেফিন রাজিব, তৌফিকুল ইসলাম রাজিব, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেন উজ্জ্বল, শিল্পী দীপু হাশেম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুজ্জামান খান সূচক, বাঁধন চন্দ্র ধর, তুষার দাস পিংকু, আকাশ, মাইজখাপন ইউপি স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকির হোসেন, রবি চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা খন্দকার সাফায়েত আশিক, এনামুল হক তুষার, ফয়েজসহ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ 







































