
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভা এলাকায় এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে ৷ এখানকার বসতঘরগুলোর নির্মাণ কাজ পুরোদমে চলছে ৷ আগামী এক মাসের মধ্যে বসতঘরগুলোর নির্মাণ কাজ পুরোপুরি শেষ করতে জোরালো চেষ্টা চালানো হচ্ছে ৷ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন আজ সোমবার দুপুরে সরেজমিনে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ৷
উল্লাপাড়া উপজেলার পৌরসভা এলাকার এনায়েতপুরে সরকারী খাস জায়গায় আশ্রয়ণ প্রকল্পে ৮৫ টি বসতঘর নির্মাণ করা হচ্ছে ৷ সরেজমিনে গিয়ে দেখা গেছে ইটের গাঁথুনির উপর টিনের ছাউনিতে বসতঘরগুলো নির্মাণ কাজ চলছে ৷ সেখানে ইটের গাঁথুনির দেয়াল নির্মাণ , টিন দিয়ে ঘর ছাউনি , দরজা জানালা লাগানোর কাজ করা হচ্ছে ৷
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন এখানে বসতঘরগুলো বরাদ্দ পাওয়াদেরকে নির্মাণ কাজ শেষ হলেই তা হস্তান্তর করা হবে ৷ এরইমধ্যে গত সপ্তাহে গোটা দেশের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করেছেন ৷ উল্লাপাড়ার এনায়েতপুরের আশ্রয়ণ প্রকল্পের বসতঘরগুলো উদ্বোধন করা হয়েছে ৷ তিনি বলেন আগামী এক মাসের মধ্যে বসতঘরগুলোর নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা করছেন ৷ আর শেষ হলেই বরাদ্দ পাওয়াদেরকে ঘরগুলো হস্তান্তর করে দেওয়া হবে ৷ ইউএনও মোঃ উজ্জল হোসেন আরো বলেন এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্পে আরো বিশ থেকে পচিশটি নতুন বসতঘর নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে ৷ এছাড়া আশ্রয়ণ প্রকল্পে ঢোকার মূল জায়গায় বঙ্গবন্ধুর একটি মূর্যাল স্থাপন করা হবে ৷ এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্পে নামকরণ করা হয়েছে সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প ৷ এর আগে পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে একশো বারোটি (১১২) ভূমিহীন গৃহহীন পরিবারকে পূনর্বাসন করা হয়েছে ৷ তিনি জানান সাম্প্রতিক সময়ে উপজেলায় ভূমিহীন গৃহহীন তিনশো পাচটি পরিবারকে চিহ্নিত করে কালিগঞ্জে একশো বারো (১১২) পরিবার ও এনায়েতপুরে পচাশি (৮৫) পরিবার মিলে মোট একশো সাতানব্বই ভূমিহীন গৃহহীন পরিবারকে বসতঘর দেওয়া হয়েছে ৷ বাকী একশো আট (১০৮) পরিবারকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বসতঘর দেওয়া হবে ৷
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 







































