শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোপার ফাইনালে ব্রাজিল

ছবি-সংগৃহীত

নারীদের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল।সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

প্রথম সেমিফাইনাল হেরে আসর থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা নারী দল। মঙ্গলবার সেই ভুল করেনি ব্রাজিল। গ্রুপপর্বের চার ম্যাচে প্রতিপক্ষের জালে ন্যুনতম তিনটি করে গোল দিয়েছিল ব্রাজিল। তবে আলফনসো লোপেজ স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে দাপট দেখালেও দুইটির বেশি গোল পায়নি ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল করেন অরি বোর্গেস ও বিত্রিজ জানেরাত্তো।

সবমিলিয়ে পাঁচ ম্যাচে ১৯ গোল করলেও কোনো গোল হজম করেনি ব্রাজিল। রোববার ফাইনালে ব্রাজিলকে আতিথ্য দেবে স্বাগতিক কলম্বিয়া।

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

কোপার ফাইনালে ব্রাজিল

প্রকাশের সময় : ০৩:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

নারীদের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল।সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

প্রথম সেমিফাইনাল হেরে আসর থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা নারী দল। মঙ্গলবার সেই ভুল করেনি ব্রাজিল। গ্রুপপর্বের চার ম্যাচে প্রতিপক্ষের জালে ন্যুনতম তিনটি করে গোল দিয়েছিল ব্রাজিল। তবে আলফনসো লোপেজ স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে দাপট দেখালেও দুইটির বেশি গোল পায়নি ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল করেন অরি বোর্গেস ও বিত্রিজ জানেরাত্তো।

সবমিলিয়ে পাঁচ ম্যাচে ১৯ গোল করলেও কোনো গোল হজম করেনি ব্রাজিল। রোববার ফাইনালে ব্রাজিলকে আতিথ্য দেবে স্বাগতিক কলম্বিয়া।