
সোমবার দুপুরে বগুড়ার কাহালুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিত চেয়ারমান শাহ মো. মাসুদ হাসান রনজুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নব-নির্বাচিত ইউ পি সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউ পি সচিব জাকির হোসেন, সংরক্ষিত সদস্য আক্তারণ বিবি, শিপ্রা রানী, জাহানারা খাতুন, সাধারণ সদস্য আব্দুল হান্নান আজাদ, আশিকুর রহমান খোকন, আজিজার রহমান, আব্দুল আলীম, খোকন প্রামানিক, ফরিদ উদ্দিন, আব্দুস সালাম, দুলাল ফকির ও ব্রজ রাখাল চাকী।
ফুল দেওয়ার পূর্বে দূর্গাপুর ইউনিয়ন পরিষদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির সভাপতি ও তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রিপু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ দুর্গাপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে শেষে দূর্গাপুর ইউনিয়ন পরিষদে প্রথম সভা চেয়ারমান শাহ মো. মাসুদ হাসান রনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাহালু (বগুড়া) প্রতিনিধি 







































