
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রায় চার বছর পর আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মুসান্না মাইজান এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুবায়ের আল মাহামুদ আকন্দ (শাকিল)
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সোহানুর রহমান, মোস্তফা কামাল রাফাত, রফিকুল হাসান রিফাত , মারুফ আহমেদ, তামান্না হক জেমী। যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ফাহাদ হোসেন,যায়েদ হোসাইন, অনিক পল রোজারিও।
আগামী এক বছরের জন্য গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিলো ২০১৮ সালে, ঐ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন মাসুদুর রহমান মহী ও কাওসার আহমেদ। এরপর গত ২৬ এপ্রিল নতুন কমিটি গঠনের জন্য দুই মাসের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে আতিক হাসান কে আহবায়ক আর সোহানুর রহমান সোহান কে যুগ্ন আহবায়ক করে কমিটি অনুমোদন হয়। আহবায়ক কমিটি মেয়াদ শেষ হওয়ার পর গত ৩১ জুলাই নতুন কমিটি অনুমোদন দেয়া হয় ।
জবি সংবাদদাতা।। 







































