
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী প্রস্তুতির বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষকসহ প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শোক থেকেই শক্তি পুঁজি করে আমাদের জাগরণ সমৃদ্ধ করতে হবে। সম্পূর্ণ মুজিবীয় আদর্শকে লালন করে গড়ে ওঠা এই সংগঠন। এখানে বিভিন্ন অনুপ্রবেশকারী আসার চেষ্টা করবে। সংগঠনের নেতৃত্বকে তাই সকলের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 







































