
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৭ (সাত) জনকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ ৷
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান গতকাল সোমবার শেষ বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দীঘলগ্রাম এলাকার বিল থেকে নৌকায় জুয়া খেলাকালে পুলিশ অভিযান চালিয়ে নগদ চৌদ্দ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করে ৷ এরা হলো উপজেলার গয়হাট্রা গ্রামের জাহিদ (৪৪), শামীম রেজা (৪০), আঃ হালিম (৪৫) ও সামিউল ইসলাম (৩৫) ৷ পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত প্রায় পচিশ হাত লন্বা একটি নৌকা জব্দ করেছে ৷
গতকাল সোমবার রাতে উপজেলার কয়ড়া ইউনিয়নের জঙ্গলখামার কয়ড়া গ্রামের আঃ লতিফের ছেলে মোখলেছুর রহমানকে ৮০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ ৷ সে একজন মাদক বিক্রেতা বলে জানানো হয় ৷
এছাড়া অনধিকার প্রবেশ জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ এনে জাহিদুজ্জামান কাকন এর দায়ের করা মামলায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে৷ এরা হলো রামকান্তপুরের শাহাদত হোসেন ও আঃ রাজ্জাক ৷ এদের সবাইকে দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে ৷
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) 







































