
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে সোমবার (৮ আগষ্ঠ) সকাল ১০ ঘটিকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১১ ঘটিকায় নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে, নান্দাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা হল রুমে, আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, বাংলাদেশের আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সরাফ উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মাঝহারুল হক ফকির, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবুল কাসেম লাভলু, আব্দুল মতিন ভদ্র, আব্দুর রাশিদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন।
আলোচনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন, মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য মাহুদিউল আলম সারোয়ার (সোহাগ), তরুণ আওয়ামী লীগ নেতা শাহ্ আলম, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, নান্দাইল উপজেলা যুবলীগের সহ সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া আপু, নান্দাইল পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু, ও সাধারণত সম্পাদক মনজিল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির সবুজ, উপজেলা শ্রমীক লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা সরকার ও সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম পলাশ, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুর রহমান মন্টু, নান্দাইল উপজেলার ছাত্রলীগে সভাপতি তৌফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হক সৌরভ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সংক্ষিপ্ত আত্মজীবনী তুলে ধরে উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে প্রেরণা যুগিয়ে, সুপরামর্শ দিয়ে, স্বাধীনতার পথকে প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। আজ সেই মহীয়সী নারীর ৯২তম জন্মবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমা জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। বিনম্র শ্রদ্ধা জানাই, হে বঙ্গমাতা।
স্টাফ রিপোর্টার: তৌহিদুল ইসলাম সরকার 






































