
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানায়। সোমবার (০৮ আগস্ট) বিকাল ৫টায় সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিদায়ী অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ আফজল, পৌরসভা মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথি জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ 







































