
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের সংগঠন জুম্ম ছাত্র কল্যাণ সমিতি ও সমতল আদিবাসী ছাত্র সংগঠন যৌথভাবে দিবসটি উদযাপন করে।
বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠন দুইটি। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিং মং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি স্বপন টপ্য, সাধারণ সম্পাদক জুলিয়ান হেমব্রম। এছাড়া সংগঠন দু’টির অন্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “জাতিসংঘে আদিবাসীদের অধিকার ঘোষণার পরও বাংলাদেশে বসবাসরত আদিবাসীর স্বাস্থ্য, জীবনমান, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। আদিবাসীদের জমি অনৈতিকভাবে দখল করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে।”
এসময় আদিবাসীদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার পাশাপাশি জমি দখল, জুলুম নির্যাতন বন্ধ করার ও সাংবিধানিকভাবে স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। আদিবাসী জনগোষ্ঠীর অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এরপর থেকেই প্রতিবছর বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় পালিত হয়ে আসছে দিবসটি।
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 







































