
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি করা এ্যালুমিনিয়াম প্লেইন সীড, এ্যালুমিনিয়াম বার ও তার সহ ০৪ চোরকে গ্রেফতার করেছে র্যাব-৬ ৷ বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব – ৬ এ তথ্য জানিয়েছে।

র্যাব-৬ জানায়, গত (০৯ আগস্ট) মঙ্গলবার দিবাগত রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে প্রায় ৫০০ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন শীট চুরি হয়৷ যার আনুমানিক বাজার মূল্য দুইলক্ষ টাকা। এছাড়াও ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে ইলেকট্রিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র্যাব অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে ৷ এসময় বাগেরহাট সদরের মোঃ রাসেল(৩৮)কে গ্রেফতার করে। অভিযানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চুরি হওয়া ৪৬৫ কেজি এ্যালুমিনিয়াম প্লেইন শীট উদ্ধারপূর্বক জব্দ করে।

পরে (১১ আগস্ট) বৃহস্পতিবার সকাল ০৯ টায় আভিযানিক দল পূনরায় একই এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল উপজেলার মোঃ আসাদ শেখ(৩২), মোঃ সোহেল শেখ(২১) এবং মোংলা উপজেলার সুব্রত রায়(২১) কে গ্রেফতার করে।
এ সময় তাদের তল্লাশি করে চোরাইকৃত মালামাল কপার ফ্লাট ০১টি, কপার ক্যাবল ১১ কেজি এবং ০২টি কপার কন্ডাকটার জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় একটি নিয়মিত মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সোহেল রানা বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধি 
























