
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনাপুর বাজার বণিক সমিতির আয়োজনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগষ্ট) বিকালে উপজেলার সোনাপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সোনাপুর বণিক সমিতির আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাদশা আলমগীর, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজ ইকবাল প্রমুখ।
এসময় বাজারের ব্যবসায় সহ সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতারা বাজারের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন এবং বাজারে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
রাজবাড়ী প্রতিনিধি 







































