
জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে রশিদ আলী (৩০) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আলী একই গ্রামের শিক্কু মিয়ার ছেলে।
এ সময় বিদ্যুৎপৃষ্টে মজিবুর রহমান (৩৮) ও আকরাম হোসেন (৩২) নামে আরো দুইজন গুরুতর
আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামের মজিবুর রহমানের বাড়িতে ঘর মেরামতের কাজ করতে যান মিস্ত্রি রশিদ মিয়া ও আকরাম । কাজের এক পর্যায়ে ঘরের ভিতর বিদ্যুতের তার ছিদ্র থাকায় বিদ্যুৎপৃষ্ট হন রশিদ আলী(৩০) এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। রশিদ আলীকে বাচাতে গিয়ে আহত হন কাঠ মিস্ত্রি আকরাম হোসেন ও মজিবুর রহমান। পরে আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাধুরপাড়া কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি 







































