
জামালপুরের বকশীগঞ্জ ১০২ পিস ইয়াবাসহ একই এলাকার তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা বকশীগঞ্জ নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নতুনবাস কান্দা গ্রামের মো: সুলতান মিয়ার পুত্র মো: সেলিম (৩০)। মৃত শামুর পুত্র শানু মিয়া (৪৫) ও মুক্তার হোসের পুত্র মাফু মিয়া( ৪৩) শুক্রবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের সড়ক থেকে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ যাওয়ার পথে সাতানিপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছথেকে ১ শত ২ পিস ইয়াবা নগদ ৩০ হাজার ৬শত টাকা ও একটি টিভিএস মটর সাইকেলসহ বকশীগঞ্জ থানা হস্তান্তর করেন।
বকশীগঞ্জ থানার (ওসি) মো: তরিকুল ইসলাম জানায়, তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ৩০ হাজার ৬ শত টাকা ও একটি টিভিএস মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।অন্যমামলার আসামী এক সহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে, শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) 







































