বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার- ৩

জামালপুরের  বকশীগঞ্জ  ১০২ পিস ইয়াবাসহ একই এলাকার তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ক‌রে‌ছে বিজিবি।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা বকশীগঞ্জ  নিলক্ষিয়া  ইউনিয়‌নের জানকিপুর নতুনবাস কান্দা গ্রা‌মের মো: সুলতান মিয়ার  পুত্র মো: সেলিম (৩০)। মৃত শামুর পুত্র শানু মিয়া (৪৫) ও মুক্তার হোসের পুত্র মাফু  মিয়া( ৪৩) শুক্রবার  রাত ৮ টার দি‌কে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রা‌মের  সড়ক থে‌কে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ যাওয়ার পথে সাতানিপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তা‌দেরকে  গ্রেপ্তার করে। পরে তাদের কাছথেকে ১ শত ২ পিস ইয়াবা নগদ ৩০ হাজার ৬শত টাকা ও একটি টিভিএস মটর সাইকেলসহ বকশীগঞ্জ থানা হস্তান্তর করেন।
বকশীগঞ্জ  থানার (ও‌সি)   মো: তরিকুল ইসলাম  জানায়, তাদের কাছ থে‌কে ১০২ পিস ইয়াবা ৩০ হাজার ৬ শত টাকা ও একটি টিভিএস মটর সাইকেল  উদ্ধার করা হ‌য়ে‌ছে।অন্যমামলার আসামী এক সহ তিনজনের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলা দা‌য়ের ‌ক‌রা হ‌য়ে‌ছে, শনিবার আদাল‌তে প্রেরন করা হ‌য়েছে।
জনপ্রিয়

প্রশাসনে কোন দলের লোক থাকবে না উপদেষ্টা রিজওয়ান হাসান

বকশীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার- ৩

প্রকাশের সময় : ০৭:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
জামালপুরের  বকশীগঞ্জ  ১০২ পিস ইয়াবাসহ একই এলাকার তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ক‌রে‌ছে বিজিবি।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা বকশীগঞ্জ  নিলক্ষিয়া  ইউনিয়‌নের জানকিপুর নতুনবাস কান্দা গ্রা‌মের মো: সুলতান মিয়ার  পুত্র মো: সেলিম (৩০)। মৃত শামুর পুত্র শানু মিয়া (৪৫) ও মুক্তার হোসের পুত্র মাফু  মিয়া( ৪৩) শুক্রবার  রাত ৮ টার দি‌কে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রা‌মের  সড়ক থে‌কে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ যাওয়ার পথে সাতানিপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তা‌দেরকে  গ্রেপ্তার করে। পরে তাদের কাছথেকে ১ শত ২ পিস ইয়াবা নগদ ৩০ হাজার ৬শত টাকা ও একটি টিভিএস মটর সাইকেলসহ বকশীগঞ্জ থানা হস্তান্তর করেন।
বকশীগঞ্জ  থানার (ও‌সি)   মো: তরিকুল ইসলাম  জানায়, তাদের কাছ থে‌কে ১০২ পিস ইয়াবা ৩০ হাজার ৬ শত টাকা ও একটি টিভিএস মটর সাইকেল  উদ্ধার করা হ‌য়ে‌ছে।অন্যমামলার আসামী এক সহ তিনজনের বিরু‌দ্ধে মাদক আই‌নে মামলা দা‌য়ের ‌ক‌রা হ‌য়ে‌ছে, শনিবার আদাল‌তে প্রেরন করা হ‌য়েছে।