শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় নৈশ প্রহরীকে খুন করে ডাকাতি

যশোরের ঝিকরগাছার পৌর এলাকায় দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির সময় আব্দুস সামাদ (৮০) নামে একজন নৈশ প্রহরীকে খুন করেছে ডাকাতা দল।
রবিবার (১৪ আগস্ট) মধ্য রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরী ঝিকরগাছা ইউনিয়নের বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় ,পৌর এলাকার রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেক্ট্রিকাল ওয়ার্কশপ ব্যাটারীর দোকানে গভীর রাতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাজারের নৈশ প্রহরী সামাদ,সুকুমার, ইউসুফ, কামালকে হাত-পা বেঁধে মুখে কসটেপ দিয়ে দোকানের পাশে ফেলে রাখে। এরপর ওই দোকান থেকে ২৫ টি গাড়ির ব্যাটারী নিয়ে যায়। দোকান মালিক খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন – ব্যাটারীর মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে।
জানা যায়.. ওই দোকান ছাড়াও মিজান ট্রেডার্সের ২য় তলার ক্লাপসিবলগেটের তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারীর দোকানের তালা কেটেছে ডাকাতদল।
এব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, বরিবার মধ্য রাতের ডাকাতির ঘটনার খবর পেয়ে আমিসহ থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পৌর এলাকার রাজাপট্টিতে পরিদর্শন করি। ঘটনাস্থলে নৈশ প্রহরী আব্দুস সামাদ নামে এক নৈশ প্রহরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে… কর্তব্যরত চিকিৎসক সামা সানজিদা তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

ঝিকরগাছায় নৈশ প্রহরীকে খুন করে ডাকাতি

প্রকাশের সময় : ১২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

যশোরের ঝিকরগাছার পৌর এলাকায় দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির সময় আব্দুস সামাদ (৮০) নামে একজন নৈশ প্রহরীকে খুন করেছে ডাকাতা দল।
রবিবার (১৪ আগস্ট) মধ্য রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরী ঝিকরগাছা ইউনিয়নের বেড়েলা গ্রামের মৃত তুরফান মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় ,পৌর এলাকার রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেক্ট্রিকাল ওয়ার্কশপ ব্যাটারীর দোকানে গভীর রাতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাজারের নৈশ প্রহরী সামাদ,সুকুমার, ইউসুফ, কামালকে হাত-পা বেঁধে মুখে কসটেপ দিয়ে দোকানের পাশে ফেলে রাখে। এরপর ওই দোকান থেকে ২৫ টি গাড়ির ব্যাটারী নিয়ে যায়। দোকান মালিক খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন – ব্যাটারীর মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে।
জানা যায়.. ওই দোকান ছাড়াও মিজান ট্রেডার্সের ২য় তলার ক্লাপসিবলগেটের তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারীর দোকানের তালা কেটেছে ডাকাতদল।
এব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, বরিবার মধ্য রাতের ডাকাতির ঘটনার খবর পেয়ে আমিসহ থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পৌর এলাকার রাজাপট্টিতে পরিদর্শন করি। ঘটনাস্থলে নৈশ প্রহরী আব্দুস সামাদ নামে এক নৈশ প্রহরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে… কর্তব্যরত চিকিৎসক সামা সানজিদা তাকে মৃত ঘোষণা করেন। ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।