
যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি।
এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন…ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা- যশোরের বীর মুক্তিযোদ্ধাগণ সহ প্রশাসন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 



































