
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা সরকারি গ্রণন্থগারে আলোচনা সভা ও পুয়ষ্কার বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিল, মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়, যুব উন্নয়নের উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা সরকারি গণগ্রন্থাগার আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল রউফ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আতাউর রাব্বি, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, এমপির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিনা বেগম, ও শাখাওয়াত হোসেন সাকা সহ অনেকে।এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, মেরুরচর, সাধুরপাড়াসহ ৭টি ইউনিয়নেউ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ (জামালপুর) 







































