শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মা হচ্ছেন বিপাশা বসু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • ১০২

ছবি-সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন তারা। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল মা হতে চলেছেন সুন্দরী তারকা বিপাশা বসু, বাবা করণ সিংহ গ্রোভার।

এবার সেই জল্পনার অবসান হলো। সত্যি সত্যিই মা হতে চলেছেন বিপাশা আর বাবা করণ সিংহ গ্রোভার। এবার সপ্তাহের শুরুতেই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।

সাদা শার্ট পরিহিত বেবীবাম্পে র ছবি প্রকাশ করলেন বিপাশা। যেখানে দেখা গেছে শাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। আর যত্ন সহকারে হাত দিয়ে আগলে হবু বাবা করণ সিংহ।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বিপাশা নিজেই। ক্যাপশনে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আামদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের। নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে বিপাশা। অপেক্ষা আর মাত্র কয়েক মাসের।

জনপ্রিয়

প্রচারণার প্রথম দিনেই মুন্সীগঞ্জ-১ আসনে উৎসবের আমেজ বইছে

মা হচ্ছেন বিপাশা বসু

প্রকাশের সময় : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২

বলিউডের তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন তারা। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল মা হতে চলেছেন সুন্দরী তারকা বিপাশা বসু, বাবা করণ সিংহ গ্রোভার।

এবার সেই জল্পনার অবসান হলো। সত্যি সত্যিই মা হতে চলেছেন বিপাশা আর বাবা করণ সিংহ গ্রোভার। এবার সপ্তাহের শুরুতেই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।

সাদা শার্ট পরিহিত বেবীবাম্পে র ছবি প্রকাশ করলেন বিপাশা। যেখানে দেখা গেছে শাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। আর যত্ন সহকারে হাত দিয়ে আগলে হবু বাবা করণ সিংহ।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বিপাশা নিজেই। ক্যাপশনে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আামদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের। নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে বিপাশা। অপেক্ষা আর মাত্র কয়েক মাসের।