রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ১৬ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার সীমান্ত এলাকা গোগা থেকে ১৬ পিস স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, বুধবার (১৭ আগস্ট) সকাল ৯ টার দিকে গোপন খবরে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী গোগা সীমান্ত এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। পরে তার দেহ তল্লাশি করে ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা।
বিজিবি আরও জানান… স্বর্ণ পাচাকারী জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে আট কেজি স্বর্ণসহ ৫ জনকে আটক করেছেন। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মুল্য ছিল প্রায় ৬ কোটি টাকা।

জনপ্রিয়

ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, দুইজনের মরদেহ উদ্ধার

শার্শায় ১৬ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

যশোরের শার্শার সীমান্ত এলাকা গোগা থেকে ১৬ পিস স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল তানভীর রহমান (পিএসসি) জানান, বুধবার (১৭ আগস্ট) সকাল ৯ টার দিকে গোপন খবরে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী গোগা সীমান্ত এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। পরে তার দেহ তল্লাশি করে ১৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা।
বিজিবি আরও জানান… স্বর্ণ পাচাকারী জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে আট কেজি স্বর্ণসহ ৫ জনকে আটক করেছেন। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মুল্য ছিল প্রায় ৬ কোটি টাকা।