
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ধনু নদীতে গোসল করতে নেমে শাফায়েত (০৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিংপুর ইউনিয়নের বড়হাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। পানিতে গোসল করতে নেমে নিখোঁজ সাফায়েত সিংপুর ইউনিয়নের বড়হাটি গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গ্রামের বাড়ির পাশে ধনু নদীতে গোসল করতে নামে সাফায়েত। কিন্তু পানিতে নামার কিছুক্ষণ পরেই সাফায়েতের খোঁজ না পেয়ে অনান্যরা পানিতে তাকে খোঁজতে থাকে। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়াও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, নিখোঁজের খবর পেয়ে চার সদস্যের একটি ডুবুরি দল পাঠানো হয়েছে। এছাড়াও পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শিশু সাফায়েতকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ 







































