
দেশের একমাত্র চতুর্দশীয় স্থল বন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সনাতন ধর্ম অবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
১৮ ই আগস্ট দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত- ই- খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে বৃহস্পতিবার একদিনের জন্য সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার ২০ আগস্ট থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে এই চতুর্দেশীয় স্থলবন্দর দিয়ে।
বাংলাবান্ধা স্থল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম (ওসি ইমিগ্রেশন) বলেন দু দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মাহমুদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি 







































