
রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় বাস চাপায় ফজর আলী শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাচেন মোল্যার পাড়ার জেন্নোত আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহত ফজর আলী শেখ ভ্যানে বিভিন্ন ফল নিয়ে নানা স্থানে ফেরি করে বিক্রি করত। শুক্রবার তিনি দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজারের দিকে যাওয়ার সময় গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটিকে দৌলতদিয়ায় আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বাসটি নিয়ম ভেঙে ডান পাশ দিয়ে আসছিল। যে কারণে এ দূর্ঘটনা ঘটে।
রাজবাড়ী প্রতিনিধি 





































