শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাওঃ আব্দুর রশীদ তর্কবাগীশের স্মৃতি জড়ানো বসতবাড়ী এখন যেমন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামে বিশাল এলাকা জুড়ে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের নিজস্ব বসতভিটে বাড়ী আছে ৷ ঢাকা- বগুড়া মহাসড়কের পাচিলা বাসষ্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দুরে তারুটিয়া গ্রামে যেতে হয় পাকা সড়ক আর ইট বিছানা ও কাচা সড়ক বেয়ে । তারুটিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে , একেবারে নীরবতা সেখানে । বসতভিটে বাড়ীর ঢোকার মুখে এক কোণায় আছে রশিদাবাদ শাখা পোষ্ট অফিস ভবন। আরেক পাশে পুরানো একটি বৈঠক খানা ঘর ৷ এটি এখন বেশ জরাজীর্ণ অবস্থায় ৷ এখানকার বসতভিটেয় ভেতরে টিনের বেশ ক’টি বসত ঘর আছে। এখানে পাকা একতলা ভবন আছে একটি ৷ এ ভবনেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ বসবাস করতেন বলে জানানো হয় ।
এখন বাড়ীটিতে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের এক নাতি সৈয়দ অনুপ আলম বসবাস করছেন ৷ প্রতিবেদককে বলেন তিনি এখানেও থাকেন আবার মাঝে মধ্যে ঢাকায় গিয়ে দু’চারদিন থাকেন ৷ কেয়ারটেকার সোহেল রানা জানান দেশের বিভিন্ন এলাকা থেকে নানা পেশার লোকজন তারুটিয়া গ্রামের মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের বসতভিটে বাড়ী দেখতে আসেন।
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশর আরেক নাতি সৈয়দ হাদি জানান, তার দাদা (মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ) একজন আপোষহীন নেতা ছিলেন ৷ ন্যায় আর সত্যের পথে থেকে লড়াই সংগ্রাম করেছেন আজীবন ৷ দেশের কল্যাণে কাজ করে গেছেন।
সলঙ্গা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগারের সাধারণ সম্পাদক আঃ হান্নান নান্নু জানান শনিবার পাঠাগারের আয়োজনে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের ৩৬তম মত্যুবার্ষিকীত মিলাদ ও দোয়া মাহফিল হবে ৷

জনপ্রিয়

ইবিতে বি-এড, এম-এড ও বি এম-এড পরীক্ষা অনুষ্ঠিত

মাওঃ আব্দুর রশীদ তর্কবাগীশের স্মৃতি জড়ানো বসতবাড়ী এখন যেমন

প্রকাশের সময় : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামে বিশাল এলাকা জুড়ে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের নিজস্ব বসতভিটে বাড়ী আছে ৷ ঢাকা- বগুড়া মহাসড়কের পাচিলা বাসষ্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দুরে তারুটিয়া গ্রামে যেতে হয় পাকা সড়ক আর ইট বিছানা ও কাচা সড়ক বেয়ে । তারুটিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে , একেবারে নীরবতা সেখানে । বসতভিটে বাড়ীর ঢোকার মুখে এক কোণায় আছে রশিদাবাদ শাখা পোষ্ট অফিস ভবন। আরেক পাশে পুরানো একটি বৈঠক খানা ঘর ৷ এটি এখন বেশ জরাজীর্ণ অবস্থায় ৷ এখানকার বসতভিটেয় ভেতরে টিনের বেশ ক’টি বসত ঘর আছে। এখানে পাকা একতলা ভবন আছে একটি ৷ এ ভবনেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ বসবাস করতেন বলে জানানো হয় ।
এখন বাড়ীটিতে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের এক নাতি সৈয়দ অনুপ আলম বসবাস করছেন ৷ প্রতিবেদককে বলেন তিনি এখানেও থাকেন আবার মাঝে মধ্যে ঢাকায় গিয়ে দু’চারদিন থাকেন ৷ কেয়ারটেকার সোহেল রানা জানান দেশের বিভিন্ন এলাকা থেকে নানা পেশার লোকজন তারুটিয়া গ্রামের মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের বসতভিটে বাড়ী দেখতে আসেন।
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশর আরেক নাতি সৈয়দ হাদি জানান, তার দাদা (মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ) একজন আপোষহীন নেতা ছিলেন ৷ ন্যায় আর সত্যের পথে থেকে লড়াই সংগ্রাম করেছেন আজীবন ৷ দেশের কল্যাণে কাজ করে গেছেন।
সলঙ্গা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগারের সাধারণ সম্পাদক আঃ হান্নান নান্নু জানান শনিবার পাঠাগারের আয়োজনে মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের ৩৬তম মত্যুবার্ষিকীত মিলাদ ও দোয়া মাহফিল হবে ৷