শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৪ শতাংশ

গুচ্ছের ‘ব্যবসায় প্রশাসন’ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯৪.৪২ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো।

শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিত ছিলো ১ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনিয়ম চোখে পড়ে নি।

জনপ্রিয়

প্রচারণার প্রথম দিনেই মুন্সীগঞ্জ-১ আসনে উৎসবের আমেজ বইছে

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৪ শতাংশ

প্রকাশের সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

গুচ্ছের ‘ব্যবসায় প্রশাসন’ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯৪.৪২ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো।

শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিত ছিলো ১ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনিয়ম চোখে পড়ে নি।