
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার (২০ আগস্ট) নব নির্বাচিত উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলন হয়েছে ৷ বেলা সাড়ে এগারোটায় ঘোষগাতী বলরাম মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ বেশ কয়েকজন নেতার নামে আনা অভিযোগের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয় ৷ সংবাদ সম্মেলনে নব নির্বাচিত কমিটির সভাপতি সুজিত ঘোষ বলেন পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটির কয়েকজন নেতার নামে স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম করার অভিযোগ মিথ্যা ৷
গত ২৩ জুলাই উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে জেলা পূজা উদযাপন পরিষদের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন ৷ সেদিন সন্মেলনের দ্বিতীয় পর্বে ভোটের মাধ্যমে সভাপতি পদে সুজিত কুমার ঘোষ ও রতন সরকার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ৷ নির্বাচনে সভাপতি পদে সুজিত কুমার ঘোষ ও রামকৃষ্ণ অধিকারী এবং সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন রতন সরকার এবং মৃনাল কান্তি দাস। সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক রতন সরকার উপস্থিত ছিলেন ৷
নিজস্ব প্রতিবেদক 







































