
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে প্রায় সতেরো ( ১৭) বছর বয়সী আইয়ুব আলীকে জোর করে বিষ খাওয়ানোর ঘটনা নিয়ে গ্রাম জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে ৷ সরকারী হাসপাতালে তার চিকিৎসা চলছে ৷ সে উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের খোরশেদ আলমের ছেলে ৷
আজ বুধবার দুপুরে কৃষি পেশার খোরশেদ আলম জানান মঙ্গলবার দিন পেরিয়ে রাত তিনটার দিকে তার ছেলে আইয়ুব আলী প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাইরে বেরুলে ক’জন জোর করে তাকে বিষ খাওয়ানো হয় ৷ তাকে জোর করে বিষ খাওয়ানোর ঘটনা জানায় ও অসুস্থ হয় ৷৷আজ বুধবার ভোরে আইয়ুব আলীকে উপজেলা সদরের কাওয়াক সরকারী হাসপাতালে চিকিৎসায় ভর্তি করা হয় ৷ এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ প্রতিবেদককে আইয়ুব আলী জানায় তাকে তিনজন জোর করে বিষ খাওয়ায় ৷ সে কাউকে চিনতে পারেনি বলে জানায় ৷
কাওয়াক সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম রনি জানান তাকে হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয় ৷ বিষের আলামত মিলেছে বলে জানান ৷
নিজস্ব প্রতিবেদক 







































