
মোংলা বন্দরের জাতীয় শোক দিবসের মাসব্যপী কর্মসূচি পালনের অংশ হিসাবে শুক্রবার (২৬ আগষ্ট) নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গোপালঞ্জ জেলার টুংগীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
আজ বিকালে বন্দর কর্তৃপক্ষের সচীব মাকরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়।এসময় তার সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার,সদস্য (হারবার ও মেরিন), মো: ইমতয়িাজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন),মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বার্তা/এন
মারুফ বাবু,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 







































