
বেনাপোল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক শান্তিপূর্ণ নির্বাচনে দি ডেইলি স্টারের সাংবাদিক আলহাজ্ব মহসিন মিলন সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলহাজ্ব বকুল মাহবুব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক লোকসমাজের সাংবাদিক মনিরুল ইসলাম মনি।
শনিবার (২৭ আগস্ট) প্রেসক্লাব বেনাপোলের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন প্রেসক্লাবের সকল সদস্যরা।
নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক কাজী শাহজাহান সবুজ ও দৈনিক কালের কন্ঠের সাংবাদিক জামাল হোসেন।
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার 







































