
লক্ষ্মীপুরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে সমুন্নত রাখতে নির্মিত পিয়ারাপুর মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পিয়াপুর বড় ব্রীজ সংলগ্ন স্মৃতি সৌধের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সহকারী কমিশনার ভূমি অমিত রায়, ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রণি, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন, আহছান উল্যাহ,শাহ আলমসহ প্রমুখ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্বিত ইতিহাস। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই স্মৃতি সৌধ ভুমিকা রাখবে।
পাশাপাশি বঙ্গবন্ধুর বই ও মুক্তি যুদ্ধের বই নিয়ে বঙ্গবন্ধু কর্ণার করার ও তিনি প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় স্মৃতি সৌধ সংলগ্ন প্রায় আাড়াই একর খাস জমি উদ্ধার করে সেখানে শিশু- কিশোরদের নির্মল বিনোদনের জন্য প্রস্তাবিত ডিসি পার্ক নির্মানের ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য প্রায় ৪৬ লাখ টাকা ব্যায়ে স্মৃতি সৌধটি নির্মাণ করা হয়।
বার্তা/এন
জনি সাহা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 







































