
চাঁদপাই সহ-ব্যবস্থাপনা (সিএমসি) নির্বাহী কমিটির উদ্যোগে ও ইউএসএইডস ইকোসিস্টেম প্রতিবেশ অ্যাকটিভিটি প্রকল্পের সহযোগিতায় সহ-ব্যবস্থাপনা বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বৈদ্দমারী ফরেস্ট টহল ফাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।চাঁদপাই সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের “বায়োডাইভারসিটি এন্ড ওয়াইল্ড বায়োলজি লিড (BWBL)” মোঃ মদিনুল আহসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের ” এনভায়রনমেন্টল মনিটরিং কো- অর্ডিনেটর (EMC)” রুহুল মোহাইমিন চৌধুরী, “ফিল্ড ডিরেক্টর” মোস্তফা ওমর শরীফ, “রেন্জ কর্মকর্তা ও চাঁদপাই সিএমসির সদস্য সচিব” মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ও “চাঁদপাই ষ্টেশন অফিসার”মোঃ ওবায়দুর রহমান।অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন পিপলস ফোরামের সাবেক সভাপতি মোঃ অলিয়ার সরদার,মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পিপলস ফোরামের সভাপতি মো ওবায়দুল ইসলাম,সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ট্রেজারার মোঃ আল-আমিন মোছাল্লি, প্রশাসনিক কর্মকর্তা শেক্সপিয়ার। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে মোংলা প্রতিবেশ টীম ও দেবাশীষ কুমার ঘোষ,সাইট অফিসার,মোংলা।এই অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় ছিলো সুন্দরবন সংরক্ষণে বনবিভাগ, সিএমসি ও বিভিন্ন প্রকল্পে থেকে কিভাবে এবং কি কি যৌথ উদ্যোগ নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা।বন্যপ্রানী উদ্ধার,হরিন শিকার বন্ধ করা,খাল ও নদীতে বিষ প্রয়োগ বন্ধ করা ও বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ ও সিএমসির কার্যকরিতা,অবদান এবং সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প জীবিকায়নের জন্য ভিসিএফ সদস্যরা বনবিভাগ,সিএমসি এবং বিভিন্ন প্রকল্প থেকে কি ধরনের উদ্যোগ গ্রহন করতে পারে সে বিষয়ে যৌথ আলোচনা করা হয়।সুন্দরবন সংরক্ষণে ভিসিএফ সহ স্থানীয় জনগনের উপস্থিতিতে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য এ কার্যক্রম গ্রহণ করা হয়।পরে সুন্দরবনের সম্পদ রক্ষায় সচেতনতামূলক গান ও নাটিকা মনস্থ করা হয়।
বার্তা/এন
মারুফ বাবু, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 







































