
প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের চুক্তি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যা চেয়েছি তাই পেয়েছি। যা পেয়েছি তাতেই খুশি আমরা।
বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয় গণমাধ্যমে কেন্দ্রে বিএসআরএফ সংলাপে একথা বলেন তিনি। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ সংলাপের আয়োজন করে।
সংলাপে ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের সংকট মোকাবিলায় যা যা প্রয়োজন সেটাই আমরা চেয়েছি। সেটাই আমরা পেয়েছি। তিস্তা চুক্তি হয়নি, কুশিয়ারা হয়েছে। অদূর ভব্যিষতে তিস্তা চুক্তিও হবে। বিএনপি না পাওয়ার হতাশায় সব ভুলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভুলে যান না।
নিজস্ব প্রতিবেদক 







































