
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ডে’র (সিআরসি) এর নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় সংগঠনটির প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রনি শাহা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা হ্যাপি।
অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিদায়ী সদস্যদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 







































