
রামপালে বৃদ্ধের ধারালো দায়ের কোপে গুরুতর আহত মোহাম্মদ আলী (৬৫) নামের ব্যবসায়ী আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে গত ( ৯ সেপ্টেম্বর) ঘটনার পরপরই আবুল হাসেম (৭০) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল জানান গত (৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল অনুমান ৪ টার সময় গিলাতলা বাজারের পাশে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে আবুল হাসেম। খবর পেয়ে আমাদের লোকজন গিলাতলা বাজার থেকে অভিযুক্ত হাসেম কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আজ সকাল আটটার দিকে দায়ের কোপে আহত মোহাম্মদআলীর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ঘটনার দিন জনতা হাসেম নামের এক জনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় সোপর্দ করলে মামলা রুজু করে ওই দিনই কোর্টে চালান দেওয়া হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি 





































