
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে গাঁজাসহ বাইজিদ (৩১) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে বেনাপোল পোর্ট থানার শাখারিপোতা গ্রামের নুর উদ্দিনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন খবরে জানতে পারি, বাইজিদ নামে এক গাঁজা ব্যবসায়ী ভারত থেকে গাঁজা এনে তার বাড়িতে মজুদ করেছে। এমন খবরে পুলিশের একটি অভিযানিক দল তার বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ওয়ারেন্টভুক্ত হওয়ায় তাকে যশোর আদালতে সোর্পদ করা হবে বলে ওসি জানিয়েছেন।
বার্তা/এন
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার 






































