
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ সেপটেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আটাপুর দিবারপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের নওশাদের ছেলে এনায়েত (২১), দিনাজপুর হাকিমপুর মহাড়া পাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৮)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার আটাপুর দিবারপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে… দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচার কথা তারা স্বীকার করেছেন৷ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি 







































