
রাজবাড়ীর কালুখালীতে বাসের ধাক্কায় হাসান আলী(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এলাকায় এঘটনা ঘটে। সে কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, রাজবাড়ী থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো হাসান আলী। দুপুর ১ টার দিকে কালুখালী উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এলাকায় পৌছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালন পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হয় তিনি। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে গেছে। বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
Attachments area
রাজবাড়ী প্রতিনিধি 







































