শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বিল প্রান্তরে কফি হাউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিল প্রান্তরে খোলা হয়েছে নতুন একটি কফি হাউজ৷ উধুনিয়া সড়কের ধারে একেবারে খোলা জায়গায় সুন্দর একটি পরিবেশে কফি হাউজ চালু হওয়া বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে আসছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল থেকে  কফি হাউজ চালু করা হয়…জানিয়েছেন কফি হাউজের মালিক।

গত ক’মাস আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে উধুনিয়া সড়কটি আধুনিক মানের করে নির্মাণ করার পর থেকেই বিভিন্ন এলাকা নানা বয়সী লোকজনের আনন্দ বিনোদনে এলাকায় ভিড় জমছে৷ উধুনিয়া সড়কে বেড়াতে আসা আরমান হোসেনসহ তার সাথের ক’জনের ক’থায় এমন একটি কফি হাউজ এলাকায় দরকার ছিলো৷ বর্ষাকালে বেড়াতে আসাদের ভিড় জমছে ৷ শুকনো মৌসুমেও হয়তো ভিড় জমবে৷ হয়তো কফি হাউজে খদ্দেরদের ভিড় জমবে বলে তারা জানান৷

বার্তা/এন

জনপ্রিয়

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম

উল্লাপাড়ায় বিল প্রান্তরে কফি হাউজ

প্রকাশের সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিল প্রান্তরে খোলা হয়েছে নতুন একটি কফি হাউজ৷ উধুনিয়া সড়কের ধারে একেবারে খোলা জায়গায় সুন্দর একটি পরিবেশে কফি হাউজ চালু হওয়া বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে আসছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল থেকে  কফি হাউজ চালু করা হয়…জানিয়েছেন কফি হাউজের মালিক।

গত ক’মাস আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে উধুনিয়া সড়কটি আধুনিক মানের করে নির্মাণ করার পর থেকেই বিভিন্ন এলাকা নানা বয়সী লোকজনের আনন্দ বিনোদনে এলাকায় ভিড় জমছে৷ উধুনিয়া সড়কে বেড়াতে আসা আরমান হোসেনসহ তার সাথের ক’জনের ক’থায় এমন একটি কফি হাউজ এলাকায় দরকার ছিলো৷ বর্ষাকালে বেড়াতে আসাদের ভিড় জমছে ৷ শুকনো মৌসুমেও হয়তো ভিড় জমবে৷ হয়তো কফি হাউজে খদ্দেরদের ভিড় জমবে বলে তারা জানান৷

বার্তা/এন