
গতকাল বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর রাঙ্গুনিয়া উপজেলায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার- জনাব শিবলু দাশ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) জনাব মোঃ নাজিম উদ্দিন প্রধান শিক্ষক- (চলতি দায়িত্ব), পূর্ব-খুরুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা)- জনাব ফাতেমা তুজ জোহরা, মধ্য নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ)- জনাব টিটু সেন, সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) – জনাব মুন্নি চৌধুরী, মজুমদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি – সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।(সভাপতি )জনাব নির্বানীতোষ সাহা ভাস্কর, শ্রেষ্ঠ বিদ্যালয়- ঘাগড়া সাত ঘরিয়া পাড়া সপ্রাবি, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজ কর্মী- জনাব শেখর বিশ্বাস, সভাপতি জে,সি,দাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী- জনাব বিনা পাণি বড়ুয়া, উচ্চমান সহকারী, শিক্ষা অফিস, রাঙ্গুনিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সকলকে রাংগুনিয়া প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বার্তা/এন
নিজস্ব প্রতিবেদক 







































