রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই সন্তানের জননীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা 

প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাকলী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সে স্থানীয় গোলাম মোস্তফার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। আরিফ-কাকলী দম্পত্তির ১১ বছরের এবং ১৩ মাস বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
কাকলীর স্বজনরা জানান, গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মোবাইল ফোনে তার নিজের মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই নিয়ে অভিমান করে সে তার নিজ ঘরে একটি গ্যাস ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে। পরে শশুর বাড়ির লোকজন তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্তর করা হয়। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাকলী মারা যায়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, পরিবারের লোকের আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
বার্তা/এন
জনপ্রিয়

যশোরে সকালের বার্তা পত্রিকার প্রকাশনা উদ্বোধন

দুই সন্তানের জননীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা 

প্রকাশের সময় : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাকলী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সে স্থানীয় গোলাম মোস্তফার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। আরিফ-কাকলী দম্পত্তির ১১ বছরের এবং ১৩ মাস বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
কাকলীর স্বজনরা জানান, গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মোবাইল ফোনে তার নিজের মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই নিয়ে অভিমান করে সে তার নিজ ঘরে একটি গ্যাস ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে। পরে শশুর বাড়ির লোকজন তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্তর করা হয়। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাকলী মারা যায়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, পরিবারের লোকের আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
বার্তা/এন