
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে একজন কে আটক করেছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এসময় দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা নতুনবন্দর সরকার পাড়া গ্রামের ওমর আলী (কান্ত মিয়া) পুত্র লালচান পালক (৩২) আটক করা হয়। ২নং তিরনইহাট ইউপির হাকিমপুর গ্রামে আসামী পুলিশ পরিচয়ে জনৈক মোঃ শহিদুল ইসলাম এর বাড়ীর সামনে আসিয়া শহিদুল ইসলাম এর বসতবাড়ী তল্লাশী করার প্রস্তুতি গ্রহন করে।লোকজনের সন্দেহ হইলে স্থানীয় লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের কথাবার্তা সন্দেহজনক হইলে স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে। তাৎক্ষনিকভাবে পুলিশ পরিচয় প্রদানকারী ০৩ জন প্রতারক দৌড়াইয়া ঘটনাস্থল ত্যাগ করায় সময় স্থানীয় লোকজন উপরোক্ত আসামী লালচান-কে আটক করেন। অপর ০২ জন আসামী কৌশলে দৌড়াইয়া ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানার উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, সে সহ পলাতক আসামী ২। মোঃ আজিজুর রহমান (৩৫) পিতা-অজ্ঞাত, সাং তিরনই ৩। মোঃ আঃ রহমান (৩০) পিতা- অজ্ঞাত, সাং- বাংলাবান্ধা, উভয়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামী মোঃ লালচাঁন বিরুদ্ধে ১। (2RW8) পঞ্চগড় এর পঞ্চগড় সদর থানার জি আর নং-১৪৯/১০, তারিখ- ১৩ জুলাই, ২০১০; ধারা-৪03/20 পেনাল কোড ২। (T61E) পঞ্চগড় এর দ্বেবীগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৯জানুয়ারি২০০৮,ধারা১৪৩/৪৪৮/
পঞ্চগড় প্রতিনিধি 







































