
জামালপুরের বকশীগঞ্জে সারজিনা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকা উত্তর সীমার পাড় তার নানীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সারজিনা উত্তর সীমার পাড় এলাকার সমশের আলীর মেয়ে। সে বগারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং চলতি এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহতের মা- বাবা জীবিকার তাগিতে ঢাকায় থাকেন। সারজিনা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কয়েক দিন আগে ঢাকা থেকে তার নানীর বাড়ীতে আসে ।
সারজিনার নানি সুরাইয়া বেগম বলেন, আমি কয়েক দিন থেকে জ্বরে ভোগছি গতকাল রবিবার সন্ধ্যার দিকে আমি ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে জেগে দেখি গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলে আছে আমার নাতী। তখন আমি ডাক চিৎকার করি পরে আশপাশের লোকজন এসে তার মরদেহ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 






































