
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন–নিজে থেকে কেউ বিরোধীদের ওপর হামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ কথা জানান তিনি।
এসময় দলের বাইরে গিয়ে বিরোধী দলের ওপর হামলা না চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনা ঘটালে সরকারের দুর্নাম ছড়ে।
তিনি অভিযোগ করে বলেন, চিহ্নিত একটি মহল দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। দেশের শাসন ক্ষমতা যেন পাকিস্তান পন্থিদের হাতে না চলে যায় তা রুখতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
এছাড়া রাজনৈতিক অনুষ্ঠানের কভারেজ নিয়ে, বেসরকারি টিভি চ্যানেলগুলোর আচরণে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 







































