
জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহত দুইজন হলেন, উপজেলার বড়াইল ইউনিয়নের গোলাহার গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে আফজাল হোসেন তালুকদার (৬৫) ও আলমপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আবুল মোতালেব হোসেন (৪০)।
স্হানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পরিবারের সদস্যদের অনুপস্থিতে আফজাল হোসেন নিজ বাড়ীতে বৈদ্যুতিক সকেটের বিচ্ছিন্ন তারের সংযোগ মুখে নিয়ে লাগাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার আলমপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের মোতালেব হোসেন নিজ বাড়ির শয়নকক্ষের সিলিং ফ্যানের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হলে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি।
বার্তা /এন
জয়পুরহাট প্রতিনিধি 







































