
ঠাকুরগাঁও সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা স্যামুয়েল ডেভিড সামাদসহ অন্যানরা।
সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার রায় জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৩৭৪ বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্টকাড বিতরণ করা হয়। এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য সব সরকারী সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও 







































